প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ১৮:৩৭
হেড কোয়ার্টারে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর প্রতারক শাহেদকে নিয়ে উত্তরায় তার নিজ অফিসে অভিযান চালাচ্ছে র্যাব।এর আগে, বোরকা পরে সীমান্ত পাড়ি দেয়ার সময় প্রতারক শিরোমণি রিজেন্ট চেয়ারম্যান সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়।
রিজেন্ট হাসপাতালে অভিযানের ৯ দিন পর তাকে গ্রেফতার করে র্যা বে’র বিশেষ দল। র্যাব জানায়, গত কয়েক দিনে শাহেদ ঘন ঘন স্থান পরিবর্তন করায় তাকে ধরতে কিছুটা বিলম্ব হয়। মারুফ রেজার রিপোর্ট।
বুধবার(১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ। সাতক্ষীরার দেবহাটা থানার শাঁখরা কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদী তীর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।