প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ১৮:২৯
বাংলা গানের রাজপুত্র এন্ড্রু কিশোরের শেষকৃত্য শেষে তাকে তার পছন্দের জায়গায় সমাহিত করা হয়েছে। বুধবার সকাল পৌনে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হিমঘর থেকে শিল্পী মরদেহ প্রথমে নগরীর সিটি চার্চে নেয়া হয়। সেখানে ধর্মীয় আচার শেষে ভক্ত ও শুভাকাঙ্খীদের শ্রদ্ধা নিবেদনের সুযোগ দেয়া হয়।
শিল্পীর বড় বোনের স্বামী ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস জানান, ‘সবার শ্রদ্ধা নিবেদনের জন্য এন্ড্রু কিশোরের মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজে নিয়ে যাওয়ার কথা ছিল । তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতি না থাকায় এবং করোনার কারণে তা আর হয়নি। সিটি চার্চে শ্রদ্ধা নিবেদনের জন্য কিছু সময় দেয়ার পর তাকে সমাহিত করা হয়।’
রাজশাহীর সার্কিট হাউস ও কেন্দ্রীয় কারাগারের পাশে খ্রীস্টিয়ান কবরস্থানে শায়িত হয়েছেন এন্ড্রু কিশোর। কবরস্থানে ঢুকেই বাম পাশের একটি স্থান তার পছন্দ। জায়গাটি তিনি আগেই দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। এই কবরস্থানেই সমাহিত হয়েছেন শিল্পীর বাবা ক্ষীতিশ চন্দ্র বাড়ৈ এবং মা মিনু বাড়ৈ।রাজশাহীতে জন্ম নেয়া এন্ড্রু কিশোর প্রায় ১৫ হাজার গানে কণ্ঠ দিয়েছেন। তাকে বলা হয় ‘প্লেব্যাক সম্রাট’। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই শিল্পী ক্যানসারে ভুগছিলেন। গত বছরের সেপ্টেম্বর থেকে তিনি সিঙ্গাপুরে ছিলেন চিকিৎসার জন্য।