প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ৬:১৭
সরাইল পাকশিমুল 'দুর্নীতির বেড়াজালে আজো পর্যন্ত সংস্কার করেনি রাস্তাটি! শিরোনামে ই'নিউজ৭১ সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ ফেসবুকে ভাইরাল হলে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা'র দৃষ্টিগোচর হলে। তিনি আজ মঙ্গলবার পরিদর্শনে যান ও রাস্তাটিকে ভাঙ্গনের হাত থেকে রক্ষার নিমিত্তে দ্রুত স্হানীয় চেয়ারম্যান মাধ্যমে বালির বস্তা ফেলে যানবাহন ও পথচারীদের চলাচলের আপাতত সু-ব্যবস্থা করাই, রাস্তাটি ভাঙন থেকে রক্ষা করতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছেন।
তারা সেই সময় গণমাধ্যম কর্মীদেরকে বিভিন্ন মিডিয়ায় খবর প্রচার করাই অভিবাদন প্রকাশ করেন।রাস্তাটি ভাঙ্গন রোধে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা ই'নিউজ৭১ প্রতিনিধিকে বলেন, সরাইল-অরুয়াইল রাস্তার পাকশিমুল ভুইশ্বর এলাকা রাস্তায় ঢেউয়ের আঘাতে ভেঙ্গে যাচ্ছে। আজ রাস্তার ভাঙ্গা অংশে চেয়ারম্যানের মাধ্যমে বালুর বস্তা ফেলানো হয়েছে। তিনি এ সময় আরো বলেন, পথচারী ও যানবাহন চলাচলে যাতে কোন অসুবিধা না হয আপাতত এ ব্যবস্থা করা হয়েছে। উপজেলা প্রকৌশলীকে বলেছি রাস্তা ভাঙন রোধে অতিদ্রুত ব্যবস্থা নিতে।