প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ২:৩৮
সন্ধ্যায় সরাইল থানার অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) নবাগত সার্কেল এএসপিকে ফুলের শুভেচ্ছা প্রদান করে বরণ করে নেন। এ সময় সরাইল থানার সকল অফিসার এবং ফোর্স সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ আনিছুর রহমান ৩৪ তম বিসিএস পুলিশ ব্যাচের একজন সদস্য হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ইতিপূর্বে তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
নবাগত সার্কেল এএসপি মহোদয় আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে থানাকে জনবান্ধব ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের পাশাপাশি দাঙ্গা মাদক, সন্ত্রাস ও জুয়ারি নির্মূলের জন্য সকল অফিসার এবং ফোর্স সদস্যবৃন্দের সহযোগিতা কামনা করেন।জানাযায়,তিনি নাটোর জেলার,লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।