ভোলার বোরহানউদ্দিন পৌরসভা সোমবার আসন্ন কোরবানী ঈদ উপলক্ষ্যে সম্পূর্ন খাজনামুক্ত পশু ক্রয়-বিক্রয়ের হাট ঘোষণা করেছে। মরনব্যাধি করোনা ভাইরাসের সংক্রমন রোধ এবং জনগনের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে সোমবার পৌরপরিষদ ওই সিদ্ধান্ত নেয়।
পৌরসভার সচিব প্রণয় কুমার সাহা জানান, প্রতি বছর কোরবানীর হাট থেকে পৌরসভার প্রায় দেড় লাখ টাকা আয় হয়। এ বছর মানুষের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে পৌর পরিষদ খাজনা না নেয়ার সিদ্ধান্ত নেন। এ বছর সরকারি আব্দুল জব্বার কলেজের মাঠে অস্থায়ী পশুর হাটে বৃহস্পতিবার(১৬ জুলাই)থেকে ক্রেতা-বিক্রেতা উভয়ই তাদের কোরবানির পশু ন্যায্য দামে ক্রয় এবং বিক্রি করতে পারবেন। ঈদের আগের দিন পর্যন্ত সপ্তাহে রবি ও বৃহস্পতিবার পশুর হাট বসবে।
এ ব্যাপারে পৌর শহর মসজিদের ইমাম মুফতি মাও. মিজানুর রহমান জানান, যেখানে কিছু কিছু স্থানে কোরবানীর পশু ঢোকাই নিষিদ্ধ করেছে, সেখানে স্বাস্থ্যবিধি মেনে এ ধরনের পদক্ষেপ প্রসংশনীয়। পৌর শহর ব্যবসায়ী সমিতির সভাপতি কায়কোবাদ মিয়া, সদস্য মো. মাইনউদ্দিন বলেন, জনস্বাস্থ্য ও মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনায় এ সিদ্ধান্ত একটি যুগান্তকারী পদক্ষেপ।
বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম জানান,বৈশ্বিক মহামারি করোনাকালে সাধারণ মানুষের অর্থনৈতিক সামর্থ,সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি রক্ষার বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্ধারিত স্থানটি অনেক বড় মাঠ হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি আরো কঠোরভাবে বাস্তবায়নের জন্য আমাদের নজরদারির পাশাপাশি প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে। তবে মানুষের আরো সচেতন হতে হবে।