মানব সেবায় সাংবাদিক ও সংবাদকর্মী এম. হানিফা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৫ই জুন ২০২০ ০৬:১৬ অপরাহ্ন
মানব সেবায় সাংবাদিক ও সংবাদকর্মী এম. হানিফা

জঘন্য অপরাধ-অপকর্ম আর নকল পণ্যের খবর
উদ্ঘাটিত করে সাংবাদিক-সংবাদকর্মী ঝুঁকি নিয়ে জীবনের উপর।

অন্যায়-দুর্নীতি আর অনিয়মের সকল তথ্য বের করতে
সাংবাদিক-সংবাদকর্মী নিঃস্বার্থ ভাবে থাকে কাজ করতে।

কিছু পেয়ে না পেয়ে পরিবার আর জীবনের মায়া ছেড়ে
মানুষে কল্যাণে রাত-দিন তারা যাচ্ছেন পরিশ্রম করে।

সর্বকালে অসহায় আর নির্যাতিতের একমাত্র ভরসা হচ্ছেন প্রকৃত সাংবাদিক
তাদের পাশে থেকে সত্যকে প্রকাশে তারা থাকেন সদা নির্ভীক।

না আছে ঝুঁকি ভাতা না আছে সিকিউরিটি খুবই কঠিন তাদের কাজ
ঘোর সংকটে তাদের দিকেই তাকিয়ে থাকে গোটা মানব সমাজ।

মানবাধিকার ক্ষুন্ন হলে আর অন্যায়-অপরাধ বেড়ে গেলে
ভয়হীনভাবে এসবের বিরুদ্ধে তাদের সাহসী কলম চলে।

ইতিহাস-ঐতিহ্যকে রক্ষা আর তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করতে
তাদের রয়েছে অসীম ভূমিকা পারবেনা কেউতা অস্বীকার করতে।

ন্যায় প্রতিষ্ঠার জন্য তাদের হাতের কলম খানা থাকেনা কভু বসে
মানুষের কল্যাণে তারা বিরামহীনভাবে সর্বত্র বেড়ায় চষে।

ঝুঁকিতে ভরা তাদের পেশাটা জানে বিশ্ব ব্যাপী সকলে
নির্যাতিত-নিপীড়িত জনদের পক্ষে তারা-ই কেবল বলে।

কোন কিছুর নিকট হয়না নত তাদের অনেকের মর্যাদার মাথা
সব সময় তারা বলে থাকেন নির্ভয়ে মানুষের পক্ষে কথা।

মানুষকে মানুষ রাখতে চেষ্টা  তাদের অসীম আর নিরন্তর
গডফাদার-অপরাধী আর পাচারকারীর বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার।

সাহস নিয়ে চলে এগিয়ে সংবাদ আর অনিয়মের খোঁজে তারা
ভয় করেনা হুমকি-ধামকী আর গুন্ডা বাহিনীর অস্ত্রের মহড়া।

ভালো-মন্দ প্রচারে তারা কখনো করেনা কোন রকম নয়-ছয়
সব সময় ভাবে তারা কোন কাজটি করলে মানুষের উপকার হয়।

ভালোকে হিরো আর মন্দকে জিরো তারা বানায় যে কোন মানুষকে
এ বিষয়ে ছাড় নয় ভাবেনা তারা মোটেও বলবে কী পাছে লোকে।

ভালো রাখতে মানব সমাজ আর দূর করতে সকল অনিয়ম
একমাত্র তারা-ই নির্বিঘ্নে চালিয়ে সব সময় তাদের কলম।

কলম সৈনিক তাদের বলা হয় আরো বলে নির্ভীক যোদ্ধা
তাদের দ্বারা উপকৃত হয় পুরো মানব জাতি তাদের জানাই পরম শ্রদ্ধা।

লেখক
এম. হানিফা
প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নরসিংদী অক্সফোর্ড কলেজ