প্রকাশ: ১৫ জুন ২০২০, ১৯:৩৩
পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশ সদস্যসহ নতুন করে দুই জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার। নতুন আক্রান্ত দ্ইু জনের মধ্যে একজন কলাপাড়া থানার পুলিশ সদস্য অপরজনের বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে। আক্রান্ত দুই জনই বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা-১৩জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের। চিকিৎসাধীন আছেন ১০ জন। এদিকে দিন দিন করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় গতকাল সন্ধ্যায় পৌর শহরের নাইয়াপট্রি এলাকা রেড জোন হিসেবে উল্লেখ করে অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।