প্রকাশ: ১৫ জুন ২০২০, ১৯:২৮
লিভিং ঈগল” খ্যাত বাংলাদেশি পাইলট সাইফুল আজম (৮০) ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। রবিবার (১৪ জুন) দুপুর ১টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়। সাইফুল আজমের মৃত্যুর পর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ক্যাব) একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে শোক জানিয়েছে।
সাইফুল আজম ১৯৮২ থেকে ১৯৮৪ এবং ১৯৮৭ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ক্যাব প্রধানের দায়িত্ব পালন করেন। সাইফুল আজম ১৯৪১ সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। পরে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলে ১৯৭১ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে দায়িত্ব পালন করেন।