প্রকাশ: ১৪ জুন ২০২০, ৫:৩৫
ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের অস্ত্রাঘাতে পাবনার চাটমোহরে হাবিবুর রহমান হাবিব (২২) নামের এক সাবেক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন।
রবিবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হান্ডিয়ালে এ ঘটনা ঘটে। নিহত হাবিব উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের নিকিড়িপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, বিকেলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ গং ও সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব গং-এর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বালিকা বিদ্যালয়ের গলিতে একদল যুবক হাবিব ও নাসিরকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।