প্রকাশ: ১৪ জুন ২০২০, ৩:৫৩
গোপালগঞ্জের মধুমতি বিধৌত কেকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ।
রোববার বিকাল ৫টায় কেকানিয়া শামসুল উলুম মাদ্রাসা মাঠে স্বাস্থ্যবিধি মেনে শেখ মোহাম্মদ আবদুল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মোহাম্মদ আবদুল্লাহর কফিনে ফুল দিয়ে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করা হয়।
জানাজার নামাজ পড়ান ধর্ম প্রতিমন্ত্রীর ভাগিনা কাকরাইল মাদ্রাসার শিক্ষক মুফতি আমির হোসেন। পরে বিকাল ৫টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।