লালপুরে পদ্মানদীতে ড্রেজার দিয়ে বালুু উত্তোলনে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৪ই জুন ২০২০ ০৮:৩৮ অপরাহ্ন
লালপুরে পদ্মানদীতে ড্রেজার দিয়ে বালুু উত্তোলনে জরিমানা

নাটোরের লালপুরের পদ্মানদীতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের সময় লিটন (৩৭) নামের একজন কে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। লিটন চর রুপপুর এলাকার আব্দলু লতিফ মালিথার ছেলে। 

রবিবার (১৪ জুন) বিকেলে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতির ভ্রাম্যমাণ আদালত পদ্মানদীতে অভিযান চালিয়ে এই জরিমানা করেন। 

লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুুল বানীন দ্যুতি ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করে জানান,‘পদ্মানদীতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অপরাধে লিটন নামের একজন কে বালু মহল ও মা‌টি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।’