দেড় বছর ধরে পাসপোর্ট পাচ্ছি না বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর।
শনিবার (১৩ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মের’ উদ্যোগে অনুষ্ঠানে ইন্টারনেটে যুক্ত হয়ে তিনি এ অভিযোগ করেন।
ভিপি নুর বলেন, দেশে শুধু স্বাস্থ্য খাতে সমস্যা নয়, সমস্যা সব জায়গায়। তেলবাজ, চাটুকারদের গুরুত্বপূর্ণ জায়গায় বসানোর কারণে কোনো কাজ হচ্ছে না।