প্রকাশ: ১৩ জুন ২০২০, ২২:৩৪
সরাইল উপজেলার প্রবেশ পথে অন্নদা হাই স্কুল চত্বরে বাজারে অল্প বৃষ্টি হলেই পানির বন্যা হয়ে যায়। খবর নিয়ে যানা যায় ড্রেন আছে কিন্তু পানি নামার ব্যবস্থাটুকু না থাকায় বৃষ্টির পানি জমে থাকে। হাটুজল হওয়ায় এ রাস্তায় ব্যবসায়ী ও স্কুল, কলেজ শিক্ষার্থী ছাড়াও বাজারে আগত ক্রেতারা দূর্যোগে পড়তে হয়।শনিবার (১৩ জুন) সকালে সরেজমিনে বাজার গুরে দেখা যায় হাটুজল থাকায় বাজারে আগত মহিলা,
পুরুষ অনেকে বিজে গেছেন। এবং ব্যবাসায়ীদের দোকান ক্রেতাদের আসা যাওয়ায় দোকান অপরিষ্কার হয়েছে। এব্যাপারে স্হানীয় মোর্শেদ কামাল জানান, ড্রেন থাকা সত্তে অল্প বৃষ্টিতে পানি জমে আছে বেশি বৃষ্টি হলে অনেকে দোকানে উঠতে পারে বলে আমার ধারনা তাই আমি ব্যসায়ীদের পক্ষ থেকে দ্রুত পানি চলাচলের ব্যবস্থা করে দিতে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সদয় অবগতি কামনা করছি।সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা এ প্রতিনিধিকে বলেন, পানি নিষ্কাশনের জন্য এখানে নতুন ড্রেন দেওয়া হয়েছে। ড্রেনের কাজ অতি দ্রুত করা হবে।