প্রকাশ: ১৩ জুন ২০২০, ১৭:৩৯
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য নিহত হয়েছেন। শনিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নায়েক আবু সাঈদ (৩৫) এবং ল্যান্স নায়েক আবদুল বারী (৪০)। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এতে বিজিবির গাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলেই আবদুল বারী মারা যান। আহত হন তিনজন। আহতদের হাসপাতালে নেয়া হলে আবু সাঈদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে রামেক হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে। আর আহত দুইজনের চিকিৎসা চলছে।