টাঙ্গাইলে নতুন করে আরও সাতজন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: শুক্রবার ১২ই জুন ২০২০ ০৩:১১ অপরাহ্ন
টাঙ্গাইলে নতুন করে আরও সাতজন করোনায় আক্রান্ত

টাঙ্গাইলের নতুন করে আরও  সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলার দুজন, মধুপুর উপজেলার দুইজন, ধনবাড়ী উপজেলার একজন, মির্জাপুর উপজেলার একজন ও সখিপুর উপজেলার একজন রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৮৩ জনে। 

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান,  গেল ৬ জুন ৯৬ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। আজ তার প্রাপ্ত ফলাফলে সাতজনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। এ নিয়ে মোট আক্রান্ত গিয়ে দাঁড়ালো ২৮৩ জনে। এছাড়া এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ জন আর মৃত্যুবরণ করেছেন ছয়জন।