গুলি করে হত্যা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১২ই জুন ২০২০ ১০:০৫ পূর্বাহ্ন
গুলি করে হত্যা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের এত নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের নবিদর রহমান শাহ মাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।নিহত রাশেদ কামাল নানুপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমান উল্লাহ্ জানান, মাজারের কাছে একটি দোকানে বসেছিলেন রাশেদ। এ সময় একটি অটোরিকশাযোগে কয়েকজন এসে তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কে বা কারা কী জন্য তাকে হত্যা করেছে তা জানা যায়নি।