প্রকাশ: ১০ জুন ২০২০, ১:২৩
সারা পৃথিবীজুড়ে সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের দুই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় দুটি- ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বুয়েট)। তবে সেরা ১ হাজারে তাদের সঠিক স্থান উল্লেখ করা হয়নি এ তালিকাতে, শুধুমাত্র বলা হয়েছে ৮০১ থেকে ১০০০ এর ভিতরে তাদের অবস্থান। অর্থাৎ সেরা এক হাজারের শেষ ২০০তে বাংলাদেশের দুটি বিশ্ববিদ্যালয়।
সাধারণত, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং বিশ্বের তিনটি প্রভাবশালী বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের মধ্যে একটি। এটি বিবেচিত হয় উচ্চ শিক্ষা, বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এবং বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক র্যাঙ্কিংয়ের মানদণ্ড হিসেবে।