প্রকাশ: ৯ জুন ২০২০, ১৬:২১
এডিস মশা নিয়ে বারবার সতর্ক করা হলেও আমলে নিচ্ছেন না সাধারণ মানুষ। রাজধানীতে ডেঙ্গু অভিযানে বিভিন্ন নির্মাণাধীন এবং আবাসিক ভবনে মিলছে এডিসের লার্ভা। যেসব বাসায় এডিসের লার্ভা পাওয়া গেছে তাদের সতর্ক করার পাশাপাশি অর্থদণ্ড দেয়া হয়। ডেঙ্গুর প্রকোপ রুখতে গত বছরের ভয়াবহ অভিজ্ঞতার পর এবার মৌসুমের শুরুতেই এডিস মশা নিধনে মাঠে নেমেছে সিটি করপোরেশন।
উত্তর সিটি করপোরেশনের এই চিরুনি অভিযান মহাখালী ছাড়াও বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত হয়। আবাসিক ভবনেও মেলে এসিডের লার্ভা।সাধারণ মানুষ সতর্ক না হলে সিটি করপোরেশন আরো কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম। তিনি বলেন, অর্থদণ্ড দিয়ে যদি কাজ না হয়, তাহলে কারাদণ্ড দেয়া হবে। তৃতীয় দিনের এই অভিযানে শুধু মহাখালীতেই জরিমানা করা হয় ৩৬ হাজার টাকা। অভিযান চলবে আরো ৭ দিন।