বোরহানউদ্দিনে ডিজিটাল নিরাপত্তা আইনে ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৮ই জুন ২০২০ ০৯:০১ অপরাহ্ন
বোরহানউদ্দিনে ডিজিটাল নিরাপত্তা আইনে ২ জন গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে স্থানীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক উজ্জল হাওলাদারের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা নাইমুর রহমান দূর্জয় ও রিফাত সওদাগর নামের দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।

রবিবার রাত ১০ টার দিকে বোরহানউদ্দিন থানায় মামলার প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুইজনের সম্পৃক্ততার প্রমান পাওয়া যাওয়ায় তাঁদের গ্রেফতার দেখানো হয়। নাইমুর রহমান দূর্জয় উপজেলার হাসাননগর ইউনিয়নের চার নাম্বার ওয়ার্ডের মো. ইউসুফ হাওলাদারের ছেলে। 

রিফাত একই উপজেলার একই ইউনিয়নের চার নাম্বার ওয়ার্ডের কামাল সওদাগরের ছেলে। মামলার এজাহারভূক্ত  তৃতীয় আসামী টবগী ইউনিয়নের হোসেন পাটোরীর জসিউদ্দিন গা ঢাকা দিয়েছে। 

মামলার বাদী ও এজাহারসূত্রে জানা যায়, ওই তিন ব্যাক্তি ফেসবুক আইডি’র নাম পরিচয় গোপন করে ফেইক আইড দিয়ে উজ্জল হাওলাদারের পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক জীবন নিয়ে ক্রমাগত মিথ্যাচার করে আসছিল। এতে উজ্জল হাওলাদার সমাজে হেয় প্রতিপন্নের পাশাপাশি নানা ধরণের সংকটের মধ্যে পড়েন।   

বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুইজনের সম্পৃক্ততার প্রমান পাওয়া যাওয়ায় তাঁদের গ্রেফতার দেখিয়ে সোমবার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।