প্রকাশ: ৮ জুন ২০২০, ২২:৪৫
ব্রাক্ষণবাড়িয়া জেলায় চলতি বোরো-ধান সংগ্রহের লক্ষ্যে সরাইল উপজেলার কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের জন্য লটারি করে চাষি নির্বাচন করা হয়েছে। উপজেলার ৫ হাজার ৮৫৮ কৃষকের মধ্যে ৩২০ চাষিকে নির্বাচন করা হয়েছে।
এসব কৃষকের থেকে সরকারিভাবে ২৬ টাকা দরে ধান কেনা হবে।আজ সোমবার( ৮জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার এ এস এম মোসা লটারি করে তাদের নির্বাচন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ নুর আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছাঃ নাজমা বেগম, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারসহ গণমাধ্যম কর্মীগণ।
২০২০ উপজেলার বোরো-ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা দ্বিতীয় পর্যয়ে ৬৪০ মেট্রিক টন। এবার উপজেলার -খাদ্য গুদামে ২৬ টাকা কেজি দরে উপজেলার ৯ টি ইউনিয়নে কৃষি কার্ডধারী নির্বাচিত হ ৩২০ জন কৃষক ধান সরবরাহ করবে।উপজেলায় ৫ হাজার ৮৫৮ জন কৃষক আছেনপ্রত্যেকে তিন টন ধান সরকারি গুদামে বিক্রি করতে পারবেন। ধান বিক্রির সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত।
লটারির শেষে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা বলেন, ‘অনেক পরিশ্রম করে কৃষক ধান উৎপাদন করেন।অন্যরা সুবিধা গ্রহণ না করতে পারে সেজন্য কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে। স্বচ্ছতার জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।