প্রকাশ: ৮ জুন ২০২০, ২০:১৭
কক্সবাজারের উখিয়ায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।৮ জুন (সোমবার) সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের জার্মান অফিস রোড সংলগ্ন ব্রিজের নিচ থেকে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে জানালে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।
তবে শিশুটির পরিচয় পাওয়া যায়নি।এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মরজিনা আক্তার মর্জু জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ব্রিজের নিচ থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার করে পুলিশের হেফাজতে নিয়ে আসেন।।