প্রকাশ: ৮ জুন ২০২০, ১৬:৯
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক,সাবেক চীফ-হুইপ ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জননেতা আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মাতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী সাহানারা বেগম রবিবার (৭জুন) রাত ১১:৩০ টায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে, শোক জানিয়েছেন যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান মিজান ।এছাড়াও তার সংগঠন আলোকিত মুলাদী থেকে, মরহুমার জন্য কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।