প্রথম জানাজা সম্পন্ন সাহান আরা আব্দুল্লাহর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৮ই জুন ২০২০ ১০:০০ পূর্বাহ্ন
 প্রথম জানাজা সম্পন্ন সাহান আরা আব্দুল্লাহর

সাংস্কৃতিক ব্যক্তিত্ব,সমাজসেবক ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী সাহানারা বেগমের প্রথম নামাজে জানাজা গতরাত দেড়টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হয়েছে। জানাজায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান জয় উপস্থিত  ছিলেন।

সাহানারা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।১৫ আগস্ট নির্মম বর্বরতার স্বাক্ষী হয়ে বেঁচে ছিলেন সাহানারা বেগম।পঁচাত্তরের ঘাতকেরা সেদিন মনে করেছিল তিনি মারা গেছেন।প্রসঙ্গত, সাহানারা বেগম সাবেক চিফ-হুইপ ও সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মাতা।