ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ৭ই জুন ২০২০ ০৭:৪৯ অপরাহ্ন
ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। রোববার (৭ জুন) দুপুর  আড়াই উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের কুচনী সরকারি  প্রাথমিক বিদ্যালয় মাঠে টিন ও চেক বিতরণ অনুষ্ঠানে বিতরণ করেন, ব্রাক্ষণবাড়িয়া(৩১২)সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম( শিউলি আজাদ), সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা,

নোয়াগাঁ ইউপি চেয়ারম্যান মোঃ কাজল চৌধুরী, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, এডঃ জয়নাল উদ্দিন জয়, অরুয়াইল ইউপি আওয়ামীলীগের সভাপতি হাজী আবু তালেব,নোয়াগাঁ আওয়ামীলীগের সভাপতি শেখ হেলাল প্রমুখ। এদিকে গতকাল  ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ২৯ কাঁচা পাকা ঘর বাড়ি। এসময়  উড়ে যায়  অনেক  বাড়িঘরের টিনের বেড়া ও চাল। মসজিদ সহ ৩০টি স্হাপনার ক্ষতিগ্রস্থদের টিন ও চেক বিতরণ করা হয়েছে।