প্রকাশ: ৭ জুন ২০২০, ১৭:৪৮
ফুটপাতের মনোহারী যে দোকানগুলোতে আগে হরেক পণ্য বিক্রি হতো, সেখানে এখন বিক্রি হচ্ছে মাস্ক, হ্যান্ডগ্লোভস, স্যানিটাইজারসহ কোভিড সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার স্পর্শকাতর নিরাপত্তা সামগ্রী। কিন্তু বাস্তবতা হলো, দেদারসে বেচাকেনা হওয়া পণ্যগুলোর নেই কোন অনুমোদন সনদ, অধিকাংশই ভুয়া ও ভেজাল। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর নাকের ডগায় প্রতিদিন অননুমোদিত এসব পণ্যের পাইকারি আড়ত বসে রাজধানীর মিটফোর্ড ওষুধ মার্কেট। যদিও জীবন সংহারি এসব প্রতারণার ব্যাপারে কঠোর থেকে কঠোরতর হওয়ার কথা বলছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
অপর এক বিক্রেতাকে স্যাভলনের নাম স্যাভিলন কেন লেখা জানতে চাইলে তিনি বলেন, বানানে ভুল করলে সেটা শুধরানোর দায়িত্ব আমাদের না। তবে এ অনুসন্ধানকালে বিপত্তি বাধে হঠাৎই। ওপর মহলের নির্দেশের পরেই ব্যাঘাত ঘটে বিকিকিনিতে জমে ওঠা এ হাটে। হুড়মুড় করে পণ্যসামগ্রী সরাতে শুরু করে বিক্রেতারা। দায়িত্বরত এক পুলিশ সদস্য জানান, এখানে কোন দুই নম্বর পণ্য থাকবে না।