ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে করোনা ভাইরাসের আতংক মাঝে আজ সকালে হঠাৎ করে তিনগ্রামের উপর দিয়ে প্রচন্ড বেগে বয়ে গেল ঘূর্ণিঝড়। শনিবার (৬ জুন) সকাল সাড়ে আটার দিকে হঠাৎ ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে এিশটি কাঁচা পাকা ঘর বাড়ি।
এসময় উড়ে যায় অনেক বাড়িঘরের টিনের বেড়া ও চাল। মসজিদের একাংশ প্রায় ১০ জন আহত।এলাকাবাসী জানায়, সকালে হঠাৎ করে বাতাসে ঘুরপাক হয়ে কয়েক মিনিটের মধ্যে ঘূর্ণিঝড়ের মত আঘাত করে লণ্ডভণ্ড হয়ে যায় তিনটি গ্রামের ৩০ টি পরিবার।সঙ্গে সঙ্গে খবর পেয়ে র্ঘুণিঝড়এলাকার ক্ষতিগ্রস্থদের পরিদর্শন করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা বলেন, তালিকা করে জরুরী কিছু সহায়তা দেয়ার আশ্বাস দেন।
এ সময় তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্থদের জরুরি অবস্থায় ২০কেজি চাল দেওয়া হবে। ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের ৩০ টি পরিবারকে টিন নগদ অর্থের ব্যবস্থা করা হবে বলে জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।