ভোলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে মেঘনা নদী থেকে অবৈধভাবে ধরা ৪ লাখ টাকার বাগদার ১৩ ব্যারেল রেনু পোনা ও ট্রলার জব্দ করা হয়েছে। ওই সময় রেনু পোনা বহণকারী ৩ জনকে ১ বছর করে কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে ওই ঘটনা ঘটে। তবে ওই ব্যবসার সাথে জড়িত ফরিদ দালাল গা ঢাকা দিয়েছে।
বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শ(এসআই) মো. জাফর ফোর্স নিয়ে কাচিয়া ইউনিয়নের রতনপুর খাল দিয়ে রেনু পোনা তেঁতুলিয়া নদী দিয়ে পাচারের সময় ট্রলার ও ১৩ ব্যারেল রেনুপোনা সহ পাচারকারী রুহুল আমিন, ফারুক ও সবুজকে আটক করে। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বশির গাজীকে খবর দিলে তিনি ওই স্থানে আসেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন জানান, ১৩ টি ব্যারেলে প্রায় ২ লাখ রেনু পোনা থাকার কথা। যার বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী জানান, ওই স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রেনু পোনা বহণকারী রুহুল আমিন, ফারুক ও সবুজকে এক বছর করে কারাদন্ডের আদেশ দেয়া হয়। বহণকারী জব্দ ট্রলার নিলামে দেয়া হচ্ছে। এছাড়া জব্দ রেনু পোনাগুলো রাতেই সরকারি পুকুরে অবমুক্ত করা হয়েছে। উল্লেখ্য রেনু পোনা ব্যবসার মূল হোতা ফরিদ দালালকে গত একমাস ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।