প্রকাশ: ৩ জুন ২০২০, ০:৪৬
এখন থেকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে মৃত ব্যক্তিকে পারিবারিক কবরস্থানে দাফন করা যাবে। সেই সাথে অন্যান্য ধর্মাবলম্বীরাও তাদের নিয়ম অনুযায়ী সৎকার করতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
তিনি বলেন, করোনায় মৃত ব্যক্তির মৃতদেহ নিজ নিজ ধর্মীয় বিধি অনুযায়ী সতর্কতা অবলম্বন করে দাফন বা সৎকার করা যাবে। নিয়ম অনুযায়ী মৃতদেহের সব আনুষ্ঠানিকতা শেষে বডি ব্যাগ বা তা না পাওয়া গেলে পলিথিনে মুড়িয়ে স্থানান্তরের জন্য মনোনীত কবরস্থান বা পারিবারিকভাবে নির্ধারিত স্থানে দাফন করা যাবে। শুধু করোনায় মৃত হিসেবে আলাদা কোনো কবরস্থান নির্দিষ্ট করার দরকার নেই। পারিবারিক কবরস্থানেই এই মৃতদেহ দাফন করা যাবে এবং অন্য ধর্মের জন্য সৎকার করা যাবে।