অতিরিক্ত যাত্রী নিচ্ছে লঞ্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৩রা জুন ২০২০ ০২:১১ অপরাহ্ন
অতিরিক্ত যাত্রী নিচ্ছে লঞ্চ

প্রাণঘাতী করোনাভাইরাসে বর্তমানে সারাদেশে প্রায় অর্ধলাখ মানুষ আক্রান্ত। প্রতিদিন বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। করোনার সংক্রমণ ঠেকাতে প্রায় দুই মাস লঞ্চসহ সকল যান চলাচল বন্ধ রাখার পর শর্তসাপেক্ষে তিনদিন হলো সব চালু করা হয়েছে। কিন্তু এরই মধ্যে সেসব শর্ত অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহন করছে লঞ্চগুলো। এতে করোনার ঝুঁকি বাড়ছে।

ভোলায় স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় এসটি খিজির-৫ নামে একটি যাত্রীবাহী লঞ্চকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলম বুধবার সকালে ওই লঞ্চের জরিমানা করেন।

জাগো নিউজকে তিনি জানান, কিছু স্বাস্থ্য বিধি মেনে চলার শর্ত সাপেক্ষে দুই মাস পর ভোলা জেলার সঙ্গে সারাদেশের যোগাযোগের জন্য লঞ্চ চলাচল শুরু করা হয়। তবে স্বাস্থ্যবিধি না মেনে করোনার ঝুঁকি নিয়ে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হচ্ছে।

এমন খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে ভোলা-লক্ষ্মীপুর রুটে চলাচলকারী যাত্রীবাহী এসটি খিজির-৫ নামে লঞ্চটিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করি।তিনি আরো জানান, করোনাভাইরাসের সময় যেন সরকারি স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে না পারে সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।