মাদক কেনার টাকা না পেয়ে ফাঁস দিয়ে দুই সন্তানের বাবার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
এরফান হোছাইন. জেলা প্রতিনিধি (কক্সবাজার)
প্রকাশিত: বুধবার ৩রা জুন ২০২০ ০১:২৬ পূর্বাহ্ন
মাদক কেনার টাকা না পেয়ে ফাঁস দিয়ে দুই সন্তানের বাবার আত্মহত্যা

মাদক কেনার টাকা না পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ইয়ার হোসেন নামে দুই সন্তানের বাবা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

মঙ্গলবার দুপুরে ওই উপজেলার মনিয়ন্দ ইউপির বড়লৌহঘর নতুন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়ার হোসেন ওই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী শিল্পী আক্তার জানান, তার স্বামী ভ্যানচালক ছিলেন। দীর্ঘ লকডাউনে ভ্যান নিয়ে বের হতে না পাড়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এক সময় মাদকে আসক্ত হয়ে পড়েন। মঙ্গলবার দুপুরে তিনি মাদক কেনার জন্য টাকা না পেয়ে ঘরের দরজা বন্ধ করে বিমের সঙ্গে গামছা পেছিয়ে ফাঁস দেন।

আখাউড়া থানার এসআই হাবিবুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।