প্রকাশ: ২ জুন ২০২০, ২৩:৫৭
করোনা আতঙ্কের আবহে এখন একটি অত্যাবশ্যকীয় সামগ্রী হয়ে উঠেছে মাস্ক। বাইরে বের হলে মাস্ক ছাড়া কিছু কল্পনাই করা যায় না। কিন্তু মাস্ক পরলে পরিচিতজনরা আপনাকে চিনতে সমস্যায় পরে যায়। তবে এ সমস্যার সমাধান এনেছে ভারতের এক ফটোগ্রাফার।
বিনেশ জানিয়েছেন, এক একটি মাস্ক প্রিন্ট করতে সময় লাগছে মাত্র ১৫ মিনিট। দামও মাত্র ৬০ টাকা। তাই সব বয়সের ক্রেতার বিপুল অর্ডারের চাপ হাসি মুখেই সামলাচ্ছেন তিনি।