প্রকাশ: ১ জুন ২০২০, ১:১২
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মো. রাফসান (২৬) নামের এক যুবককে ৭৫ পিস ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।
রবিবার রাত ১১ টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের কুঞ্জেরহাট বাজার ৭ নাম্বার ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, রবিবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক(এসআই)কাজী আল-আমীন ফোর্স নিয়ে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কুঞ্জেরহাট বাজার এলাকায় ৭ নাম্বার ওয়ার্ডে অভিযান চালিয়ে মো.রাফসান নামের এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক জানান, তার বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক(এসআই)কাজী আল-আমীন বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। সোমবার দুপুর ২ টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।