প্রকাশ: ৩১ মে ২০২০, ১৬:১৬
স্বাস্থ্যবিধি না মেনে আসনের অতিরিক্ত কর্মী পরিবহন করায় চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি কারখানাকে জরিমানা করা হয়েছে।কর্মীবোঝাই পোশাক কারখানার বাস, ৫০ হাজার টাকা জরিমানা শনিবার শেষ বিকেলে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযানের পর সিইপিজেড কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়।কর্মী ও শ্রমিক পরিবহনের ক্ষেত্রে সিইপিজেড’র কারখানাগুলোর মালিকদের এ বিষয়ে সভা করে অবহিত করা হবে বলে আশ্বাস মিলেছে।
তিনি আশ্বাস দেন, এ বিষয়ে সেখানকার প্রতিষ্ঠানগুলোর সাথে সভা করে জানানো হবে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।”এর আগে বৃহস্পতিবার সিইপিজেডের থিয়ানিস গার্মেন্টস নামের একটি কারখানার দুটি বাসে অতিরিক্ত কর্মী বহন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত।