ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীন ইসলাম রুবেলের বাবা মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হকের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসরের নামাজের পর বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শোকসভায় মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হকের জীবন ও কর্মের উপর বক্তব্য রাখেন তাঁর ছেলে বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ দীন ইসলাম রুবেল, ওই সংগঠনের সাধারণ সম্পাদক ইদ্রজিত দে, বোরহানউদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএইচ শিপন,সাধারণ সম্পাদক নীল রতন দে, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের সভাপতি মো.মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল বাশার প্রমুখ। ওই সময়ে বোরহানউদ্দিনে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে মরহুমের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন,মাও.মাহাবুবুর রহমান।
উল্লেখ্য মো. আনোয়ারুল হক গত বুধবার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কাচিয়া ইউনিয়নের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।