প্রকাশ: ২৭ মে ২০২০, ২:২০
ভোলার বোরহানউদ্দিনে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আবুল কালাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী কালাম
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: মোহাইমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হেমায়েত উদ্দিন, এস আই বিকাশ কর্মকার ও ফোর্সের সহয়তায় মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে ওই গ্রামের মো: আরিফুর রহমানের ভাড়াটিয়া বসতঘরে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামূল হক জানান, ওই ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।