প্রকাশ: ২৫ মে ২০২০, ৪:১৩
পবিত্র ঈদুল ফিতর ২০২০ উপলক্ষে ভোলা সিটিজেন ফোরাম সামাজিক সংগঠন ঢাকার মিরপুর,২,১০,১১,১২নং , ভাষান টেক ও তেজগাঁও এলাকায় প্রায় ৪০০শতাধিক মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে।সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পিকআপ ভ্যানে ঘুরে ঘুরে ঢাকার বিভিন্ন এলাকায় এই খাদ্য বিতরণ কর্মসূচী সমাপ্ত করেন।প্রকাশ থাকে যে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ভোলা জেলার নাগরিকদের সম্বনয়ে "ভোলা সিটিজেন ফোরাম " যাত্রা শুরু করে ২০২০ সালের মার্চ মাসে।
বর্তমানে এই সংগঠনের প্রায় ১৮,০০০সদস্য রয়েছে ।ইতি মধ্যে ভোলা সিটিজেন ফোরাম ৪১সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি সহ বাংলাদেশ এবং দেশের বাইরে অনেকগুলো কমিটি গঠিন করেছে সংগঠনটি।ভোলা সিটিজেন ফোরামের গঠনতন্ত্র অনুযায়ী এটি একটি অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন যারা বাংলাদেশ সরকারের উন্নয়ন সহযোগী হয়ে, ভোলা জেলার মানুষের পাশে থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জনকল্যাণমূলক কাজ করার ঘোষণা দিয়েছে ।
এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ জানান, ভোলা সিটিজেন ফোরাম দেশ বিদেশে অবস্থানরত ভোলাবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য উন্নয়নে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। সেই সাথে ভোলার তরুণ যুবসমাজকে সুসংগঠিত করে, বিভিন্ন দুর্যোগ মোকাবেলাসহ নানাবিধ সামাজিক ও গণসচেতনতামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করবে।