প্রকাশ: ২৪ মে ২০২০, ১৯:৫৮
করোনা ভাইরাসের মহামারী দুর্যোগের সময় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বসাকের চর রেডিয়্যান্ট স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন' ( বার্সা)'র উদ্যোগে ৭০ জন অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।শনিবার (২৩ মে) রাতের আঁধারে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নদী সিকস্তি ৭০ টি ছিন্নমূল অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী সেমাই, চিনি, গুঁড়াদুধ, নুডলস, ভোজ্যতেল ও সাবান পৌঁছে দেয়া হয়।
উল্লেখ্য যে চরআত্রা ইউনিয়নের বসাকের চর গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যায়। 'বিদ্যাই বল, সাধনায় ফল' এই স্লোগানকে বুকে ধারণ করে বসাকের চরের কয়েকজন ছাত্র গড়ে তোলা 'বসাকের চর রেডিয়্যান্ট স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন' ( বার্সা)'। এ সময় সংগঠনের উপদেষ্টাবৃন্দ, সংগঠনের সদস্য বৃম্দ উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/ জি.হা