প্রকাশ: ১৯ মে ২০২০, ২২:২২
‘অসহায় যেখানে, আলোময় সেখানে’ -এই স্লোগান কে সামনে রেখে করোনাভাইরাসের সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা মহানগরীর অসহায়, দুস্থ, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে আলোময় ফাউন্ডেশন। রাজধানীর রামপুরা মালিবাগ কমলাপুর মতিঝিল এর দরিদ্র এলাকাগুলোতে রান্না করা খাবার বিতরণ করেছে আলোময় ফাউন্ডেশনের সদস্যরা। রান্না করা খাবার শতাধিক মানুষদের মাঝে বিতরণ করা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব