আগামীকাল রবিবার থেকে সীমিত আকারে শপিংমলসহ সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে সরকারের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়েছে। তবে অনুমতি পেলেও করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির কথা চিন্তা করে বেশির ভাগ দোকান ও শপিংমল খুলছেন না ব্যবসায়ীরা।প্রথমে বসুন্ধরা শপিং মলের পক্ষে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান জানান, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ঈদের আগে তারা শপিং মল খুলছেন না। এরপর একই পথে হাঁটেন যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীরা।
শুক্রবার নিউ মার্কেট দোকান মালিক সমিতির পক্ষ থেকেও দোকান না খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। একই সিদ্ধান্তের কথা জানিয়েছে গাউছিয়া ও চাঁদনি চকের মতো জনপ্রিয় শপিং মল।একই দিনে মিরপুর-১ নম্বর এলাকার মিরপুর মাজার কো-অপারেটিভ মার্কেট, শাহ আলী শপিং কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, বাগদাদ শপিং কমপ্লেক্স, মিরপুর-২ নম্বরের মিরপুর শপিং কমপ্লেক্স, মিরপুর-১০ নম্বরের শাহ আলী শপিং কমপ্লেক্স ঈদের আগ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
শনিবার দুপুরে বাংলাদেশ এগ্রিকালচার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হার্ডওয়্যার অ্যান্ড মেশিনারি মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং নবাবপুর দোকান মালিক সমিতির কর্মকর্তা ও পরিচালকরা নবাবপুরের ব্যবসা প্রতিষ্ঠান ৮ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।এদিকে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, করোনাভাইরাসের সংক্রমণ যাতে না বাড়ে সেজন্য সারাদেশে প্রায় ৯৫ শতাংশ শপিংমল বন্ধ থাকবে। এছাড়া ঝুঁকি এড়াতে অন্যান্য দোকানপাটও বন্ধ থাকবে বলে আশা করা হচ্ছে।
তিনি জানান, রাজধানীতে নিউ সুপার মার্কেট ছাড়া সব শপিংমলই বন্ধ থাকবে। এরইমধ্যে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীসহ প্রায় সব বিভাগেই শপিংমল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। যারা একেবারেই চলতে পারছেন না, সেসব দোকানদারের দোকান খোলা রাখার সম্ভাবনা রয়েছে। তবে এর সংখ্যা খুব একটা বেশি হবে না।তবে আগামীকাল থেকে খোলার অপেক্ষায় আছে মোহাম্মদপুরের টোকিও স্কয়ার, কৃষি মার্কেট, শেওড়াপাড়া, কাজীপাড়া ও তালতলা এলাকাসহ রাজধানীর বেশ কিছু মার্কেট।
এর আগে গত ২৪ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এসময় হাসপাতাল, ফার্মেসি ও জরুরি সেবা বাদে অন্য সকল ধরণের প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। গার্মেন্টস মালিকদের দাবির মুখে ও দেশের অর্থনীতি সচল রাখতে গার্মেন্টস খুলে দেয় সরকার। এসময় বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে সরকারের কাছে ব্যবসায়ীদের ক্ষতির দিক বিবেচনা করে দোকান ও শপিং মল খুলে দেয়ার দাবি জানানো হয়।গত ৪ মে সরকারের পক্ষ থেকে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখার অনুমতি দিলে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত থেকে সরে আসেন ব্যবসায়ীরা।