সাবেক এমপি ওয়ালিউর রহমান রেজা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ৯ই মে ২০২০ ০৯:২২ অপরাহ্ন
সাবেক এমপি ওয়ালিউর রহমান রেজা মারা গেছেন

স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদের সদস্য মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্বাধীনতার অন্যতম সংগঠক, বাংলাদেশের সংবিধানের অন্যতম স্বাক্ষরকারী এবং আওয়ামী লীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য ছিলেন।

বর্ষীয়াণ এই সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্পিকার ওয়ালিউর রহমান রেজার রুহের মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

ওয়ালিউর রহমান রেজার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং  চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীও শোক জানিয়েছেন। ঢাকাস্থ নিজস্ব বাসভবনে আজ শনিবার (৯ মে) ভোর ৪টায় হৃদরোগ ও ডায়াবেটিস সংক্রান্ত জটিলতায় ইন্তেকাল করেন তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব