বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন সরাইলের একজন মহিলা।
শনিবার (৯ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বক্ষব্যাধি হাসপাতাল আইসোলেশনে ছেড়েছেন।করোনাভাইরাস ধরা পড়ার পর এ রোগী ব্রাক্ষণবাড়িয়া আইসোলেশন সেন্টার বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ নোমান মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ রোগীকে পরপর দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। দুবারই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসকরা এ মহিলাকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।