শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরের কাশিমপুর ও আশুলিয়ার জিরানী সিমান্ত এলাকায় শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহতে হয়ে শ্রমিক-পুলিশ
শনিবার (০৯ই মে) দুপুরে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত ডরিন পোশাক কারখানার শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়।
কারখানাটির শ্রমিকরা জানান, রাতে শ্রমিকদের মুঠোফোনে জানানো হয় ডরিন কারখানাটি অনিদিষ্ট্যকালের জন্য বন্ধ। এমন ঘোষনার পরও সকালে ওই কারখানার শ্রমিকরা বেতন প্রদানের বৈষম্যের অভিযোগ তুলে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে তারা নবীনগর-চন্দ্রা সড়কে এসে অবরোধ করে আশপাশের কারখানাগুলো থেকে শ্রমিকদের বের করতে ইটপাটকেল নিক্ষেপ করেন।
তারা আরও জানান, একসময় আশুলিয়ার সিনহা, অকো টেক্স, নরদানসহ সবাই এক সাথে আন্দোলন শুরু করে। পুলিশ এসে তাদের সড়িয়ে দিতে চাইলে বেধে যায় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পাযায়ে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় কয়েকজন শ্রমিক ও পুলিশ আহত হয়েছেন।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি)সানা শামীনুর রহমান বলেন, বকেয়া ও শত ভাগ বেতনের দাবিতে শ্রমিকেরা শনিবার বিক্ষোভ করেছেন। তাঁরা কারখানা থেকে বের হয়ে সড়ক অবরোধ ও ভাঙচুর করেন। পরে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।