চট্টগ্রামের হালদা নদীর আরও একটি ডলফিনকে নৃশংসভাবে কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার এলাকার ছায়ারচর নামক স্থানে সকালের দিকে কাটা ডলফিনটি পাওয়া যায়। ডলফিনটির দৈর্ঘ্য ৫ ফুট ২ ইঞ্চি এবং ওজন ৫২ কেজি। গত ২১ মার্চ কাটা অবস্থায় পাওয়া গিয়েছিলো ২৩-তম ডলফিন। ১ মাস ১৮ দিনের ব্যবধানে হত্যা করা হলো ২৪-তম ডলফিন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব