বোরহানউদ্দিনে ৪ শতাধিক পরিবারে চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৯ই মে ২০২০ ০৪:৩৫ অপরাহ্ন
বোরহানউদ্দিনে ৪ শতাধিক পরিবারে চাল বিতরণ

ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় ৪ শতাধিক পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পৌরসভা চত্বরে দেহিক দূরত্ব বজায় রেখে জাটকা ধরা থেকে বিরত থাকা ৪ শত ১৮ জন নিবন্ধিত জেলের মাঝে পৌর মেয়র মো. রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী চাল বিতরণ করেন।

ওই সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এএফএম সাজমুস সালেহীণ, উপজেলা সমাজসেবা অফিসার ও ওই কার্যক্রমের ট্যাগ অফিসার বাহাউদ্দিন পারভেজ এবং পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। 

পৌরসভার সচিব প্রণয় কুমার সাহা জানান, পৌরসভায় ৭ শত ৫০ জন নিবন্ধিত জেলের মধ্যে ৪ শত ১৮।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব