প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ২২:২৫
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ভিজিডি চাল বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১০ টার ওই ইউনিয়ন পরিষদ ভবনে দিকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী ৩ শত ৯ জন হতদরিদ্রদের হাতে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই চাল তুলে দেন।
চাল বিতরণকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার মিজানুর রহমান, ওই ইউনিয়ন পরিষদের সচিব তাপস কুমার।