প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০:৫
মহামারী করোনায় খেটে খাওয়া দরিদ্র মানুষদের সাহায্যের জন্য তহবিল গঠন করলেন আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। শুক্রবার (১০ এপ্রিল) তার ভেরিফায়েড ফেসবুক পেজে ফান্ড গঠনের বিষয়টি নিজেই নিশ্চিত করেন তিন।
এছাড়া মাস্টার কার্ড ব্যবহার করে দেশের বাইরে থেকেও অনুদান পাঠানো যাবে বলে জানান তিনি।
বিকাশ কিংবা রকেট করতে চাইলে:
স্ট্যাটাসের শেষে দান সংক্রান্ত একটি কোরআনের আয়াতও উল্লেখ করেন আজহারী। ‘নিশ্চয়ই যারা প্রকাশ্যে বা গোপনে তাদের উপার্জন থেকে দিবারাত্রি ব্যয় করে, তাদের জন্যে তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় বা পেরেশানি থাকবে না।’ [বাকারাহ: ২৭৪]।