লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১১ই এপ্রিল ২০২০ ০৫:৪৩ অপরাহ্ন
 লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আল ওয়াজেদ রাফি নামে দশ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান হাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।সে একই এলাকার জিয়াউল হকের পুত্র এবং স্থানীয় হামেদিয়া এবতেদায়ী মাদ্রাসার চতুর্থ শ্রেনীর ছাত্র।

নিহতের প্রতিবেশী সাংবাদিক এম সাইফুল্লাহ চৌধুরী জানান, ঘটনার দিন বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে জাল দিয়ে মাছ ধরছিল রাফির দাদা ও বাবা।মাছ ধরার কাজে ব্যস্ত ছিলেন তারা।এসময় তাদের অগোচরে খেলতে খেলতে শিশুটি পানিতে ডুবে যায়।

পরে তাকে না পেয়ে খুঁজাখুঁজি করতে শুরু করে।একপর্যায়ে পুকুরে শিশু রাফি ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব