বাউফলে করোনায় দূরত্ব বজায় রাখতে বলায় যুবককে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১১ই এপ্রিল ২০২০ ০২:২৫ অপরাহ্ন
বাউফলে করোনায় দূরত্ব বজায় রাখতে  বলায় যুবককে পিটিয়ে আহত

পটুয়াখালীর বাউফলে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে দূরত্ব বজায় রাখতে বলায়  রাজ্জাক চৌকিদার (৪২) নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে একদল যুবক। আহত ওই যুবককে রাতেই বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধার পরে বগা ইউনিয়নের চন্দন বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানাগেছে,বগা ইউনিয়নের চন্দন বাড়িয়া গ্রামের রাজ্জাক চৌকিদার নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় পথিমধ্যে রাস্তায় একদল যুবক রাস্তায় আড্ডা দিতেছিল। এ সময় তিনি তাদেরকে দুরত্ব বজায় রেখে চলতে বলে মসজিতে নামাজ পড়তে যান । পরে  নামাজ শেষে ওই পথ দিয়ে আসার সময় কুদ্দুস সর্দার সবুজ সর্দার, আবু সালেহ, নাঈম এবং নাসির গাজী লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এসময় সে অজ্ঞাত হয়ে পড়লে তাকে স্থাণীয় লোকজন উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়। 

এ বিষয়ে কুদ্দুস সর্দার জানায় তারা তাকে মারেনি, কে বা কাহারা মেরেছে তাও তারা জানেনা। এ ঘটনায় রাজ্জাক বাদি হয়ে বাউফল থানায় একটি মামলার অভিযোগ দায়ের করেছে।বাউফল থানার মামলার তদন্তকারী অফিসার আবু সাঈদ বলেন, অভিযোগ পেয়েছি ব্যবস্থা নেয়া হচ্ছে ।

ইনিউজ ৭১/ জি.হা