প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১:৫০
নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়াতে করোনা বিষয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় জনসমাগম অনেকাংশে কমলেও নদী পথে যোগাযোগ কোনভাবেই থামছে না। আজ সকালে হাতিয়া উপজেলার ৮ নং সোনাদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বুতিক্কাগো দোকানের দক্ষিন পশ্চিম পাশে হুরু সর্দারের বাড়ির ২ জন ব্যাক্তি প্রসাশনের চোখকে ফাঁকি দিয়ে নারায়নগঞ্জ থেকে হাতিয়া প্রবেশ করে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রেজাউল করিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, " বিষয়টি আমরা অবগত হয়েছি এবং ঐ ২ ব্যাক্তি প্রসাশনের নজরদারিতে রয়েছে।" নিষেধাজ্ঞা সত্ত্বেও নদীপথে কিভাবে হাতিয়া প্রবেশ করলো এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "
নদীপথে হাতিয়া প্রবেশের মূল পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও নদীবেষ্টিত হওয়ায় চোরাপথে যারা হাতিয়াতে প্রবেশ করে খবর পেলে আমরা প্রসাশনের নজরদারিতে রাখি এবং লক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করি।" তিনি এরকম কোন ব্যাক্তির তথ্য জানা থাকলে প্রসাশনকে জানানোর আহবানও জানান।প্রসাশনের কঠোর নজরদারির মাধ্যমে হাতিয়াতে নদীপথে অবৈধ প্রবেশ বন্ধ করার দাবী জানিয়েছেন সাধারন জনগন।