প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১:৪৫
করোনা আতঙ্কের মধ্যে ২৮তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হবে পদ্মাসেতুর ৪ হাজার ২০০ মিটার।অনুকূল আবহাওয়া ও কারিগরি কোনো জটিলতা দেখা না দিলে শনিবার (১১ এপ্রিল) সেতুর ২০ ও ২১ নম্বর পিলারে ‘৪-বি’ স্প্যান বসানো হবে। পিলার দুইটির অবস্থান মুন্সীগঞ্জের মাওয়া ও মাদারীপুরে শিবচর এলাকায়।
ইনিউজ ৭১/ জি.হা